লোন থেকে প্রেম, প্রেম থেকে ধরনা—বন্ধন কর্মীর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে ব্যাঙ্কের সামনেই ধর্না।
জলপাইগুড়ি: ব্যাঙ্কে শেষ বেলার ভিড়, আচমকাই গেটের সামনে ধর্না দিয়ে বসে পড়লেন এক যুবতী। ব্যাপার কি? জিজ্ঞেস করতেই সামনে এল চাঞ্চল্যকর ঘটনা।
জানা গেল, মহিলা ডিভোর্সি। ব্যাঙ্কে লোন নেওয়া দেওয়ার সময় অভিযুক্ত ব্যাঙ্ক কর্মীর সঙ্গে প্রেমের সম্পর্ক হয় এবং পড়ে বিয়ের প্রতিশ্রুতিও নাকি দিয়েছিলেন অভিযুক্ত। কিন্তু এখন সেই কথা ভুলে গেছেন, অগত্যা বিয়ের দাবি আদায় করতে ব্যাঙ্কের সামনে ধর্না দিয়ে ঘটনা জনসমক্ষে আনলেন মহিলা। অবাক করা ঘটনা ময়নাগুড়ি পানবাড়ি বাজার এলাকায়।
আরও দাবি, কোচবিহারে থাকাকালীন প্রেমের সূত্রপাত। এক বছর ধরে সম্পর্ক চললেও সম্প্রতি ওই ব্যক্তি যুবতীর সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন বলে অভিযোগ। এরপরই এমন সিদ্ধান্ত।
শুক্রবার যুবতী হাজির হন বন্ধন ব্যাংকের অফিসে এবং বিয়ের দাবিতে ধরনায় বসেন। যদিও কোম্পানির তরফে জানানো হয়েছে, ওই কর্মীর অবস্থান সম্পর্কে তারা কিছু বলতে পারবেন না।