টোটোয় চার্জ দেওয়ার সময় বিপত্তি! যুবকের মৃ/ত্যুর পরদিনই ফের বিদ্যুৎস্পৃষ্ট আরেক মহিলা

রাজগঞ্জ: পোল্ট্রি ফার্মে বিদ্যুতের তারের শর্ট সার্কিটে রবিবার মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের সোলডাঙ্গা এলাকায় মৃত্যু হয় সুমন রায়ের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার ফের বিদ্যুৎপৃষ্ট হয়ে হাসপাতালে ভর্তি হলেন এক মহিলা চা শ্রমিক।

ঘটনাটি ঘটেছে বারোপাটিয়া অঞ্চলের ভাটপাড়ার রবি মোড় এলাকায়। আহত মহিলার নাম প্রমিলা দাস (৪৫)। বর্তমানে তিনি বেলাকোবা হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালের বেডে শুয়ে প্রমিলা জানান, সকাল সাতটায় চা বাগানের কাজে বেরিয়ে ১১টা নাগাদ বাড়ি ফেরেন। হাত-মুখ ধুয়ে গরুর দুধ দোয়াতে যান। দুধ দোয়ানো শেষে বালতিভর্তি দুধ ছেলের টোটোতে রাখতে গিয়ে আচমকা বিদ্যুৎপৃষ্ট হন। এখন তার হাত পা অবশ হয়ে আছে।

ছেলে প্রশান্ত রায় জানান, সেই সময় টোটোর ব্যাটারি চার্জে ছিল। সম্ভবত বিদ্যুতের তার টোটোর বডিতে লেগে কারেন্ট ছড়িয়ে পড়ে। মাকে বিদ্যুৎপৃষ্ট অবস্থায় দেখে তিনি একটি লাঠি দিয়ে মায়ের হাত ছাড়িয়ে দেন। সঙ্গে সঙ্গে মা মাটিতে লুটিয়ে পড়েন। এরপর টোটোতে করে তাঁকে বেলাকোবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রশান্তের অভিযোগ, রোগী ভর্তি হলেও দীর্ঘ সময় ধরে কোনও চিকিৎসক দেখতে আসেননি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রমিলা দাসকে স্যালাইন ও প্রাথমিক ওষুধপত্র দেওয়া হয়েছে।

About The Author