পুচকা কম দিয়েছে! মাঝরাস্তায় ধর্নায় বসলেন মহিলা, থমকে গেল ট্রাফিক

অবাক কাণ্ড! ২০ টাকায় ছয়টি পুচকা পাওয়ার কথা থাকলেও তিনি পেয়েছেন মাত্র চারটি, তাই নিয়েই মাঝ রাস্তায় ধর্না মহিলার। গুজরাতের ঘটনা।

ভদোদরা: গুজরাটের রাস্তায় একি কাণ্ড! পুচকা কম দেওয়ায় রাস্তায় ধর্না মহিলার। বিক্রেতার বিরুদ্ধে অভিনব প্রতিবাদে সরব হলেন এক মহিলা। অভিযোগ, ২০ টাকায় ছয়টি পুচকা পাওয়ার কথা থাকলেও তিনি পেয়েছেন মাত্র চারটি।

এই ‘অন্যায়’ মেনে নিতে না পেরে তিনি সরাসরি বসে পড়েন সুরসাগর লেক এলাকার মাঝ রাস্তায়। যতক্ষণ না তাঁর দাবি মেনে নেওয়া হয়, ততক্ষণ তিনি নড়বেন না—এই ঘোষণা জানিয়ে শুরু হয় ধর্না।

পাশ দিয়ে গাড়ি চলতে থাকে, পথচারীরা মোবাইলে ভিডিও করতে থাকেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, কিন্তু শেষ পর্যন্ত তিনি অতিরিক্ত দুই পুচকা পেয়েছেন কি না, তা স্পষ্ট নয়। মহিলার প্রতিবাদে থমকে গেল শহরের ট্রাফিক।

 

About The Author