ছাত্রীর সঙ্গে ‘ভালোবাসা’ ছিলই! বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে তুলে আনলেন শিক্ষক

উত্তর দিনাজপুর: প্রাক্তন ছাত্রীকে শ্বশুরবাড়ি থেকে তুলে আনার অভিযোগ উঠল বিদ্যালয়ের সহকারি শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার স্কুলে ঢুকতে বাধা দেন অভিভাবক ও স্থানীয়দের একাংশ। ঘটনাটি চোপড়ার সোনাপুর হাট মহাত্মা গান্ধী হাইস্কুলের। এদিন বিদ্যালয়ের বাইরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

অভিযুক্ত সহকারি শিক্ষক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। ছাত্রীর দাবী শিক্ষকের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভিত্তিহীন। অভিযুক্ত শিক্ষককে বিদ্যালয় থেকে সরিয়ে দেওয়া এবং শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহনের দাবিতে অবিভাবকরা প্রধান শিক্ষককে স্মারকলিপি দেয়।

সূত্রের খবর, সোনাপুর হাট মহাত্মা গান্ধী হাইস্কুলের প্রাক্তন ছাত্রী গত ১০ ডিসেম্বর মালদায় সামাজিক মতে বিবাহ করে। বিবাহের পর দশমঙ্গল সহ অন্য সামাজিক কাজ করে মেয়ে শ্বশুড় বাড়িতে যায়। গত ১৭ জানুয়ারি সোনারপুরহাট মহাত্মা গান্ধী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ওই প্রাক্তন ছাত্রীকে শ্বশুড়বাড়ি থেকে তুলে নিয়ে আসেন বলে অভিযোগ।

প্রাক্তন ছাত্রীর শ্বশুড়বাড়ির থেকে মেয়ের বাড়িতে খবর দেওয়া হয়। প্রাক্তন ছাত্রীর মা শিক্ষকের এই কাজের বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। স্কুলের প্রধান শিক্ষক ধ্রুব তেওয়ারি বলেন ওই ছাত্রীর মা বিষয়টি লিখিত আকারে জানিয়েছেন স্কুল ম্যানেজিং কমিটিতে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তবে যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তিনি অবশ্য এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন ।

About The Author