১৮ জুলাই মোদীর সভায় থাকছেন দিলীপ ঘোষ—দর্শকাসনে না সভামঞ্চে? জল্পনা

কেন্দ্রীয় ডাক পেয়েই মোদীর সভায় যাচ্ছেন দিলীপ, শমিকের সুরে ঝলমল করছে সৌজন্য

১৮ জুলাই দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় উপস্থিত থাকবেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। যদিও রাজ্য নেতৃত্বের তরফে কোনও আনুষ্ঠানিক আমন্ত্রণ না পৌঁছানোয় অনেকেই তাঁর উপস্থিতি নিয়ে সন্দিহান ছিলেন, তবে সূত্রের দাবি—কেন্দ্রীয় পর্যায় থেকেই তাঁকে সভায় থাকার অনুরোধ জানানো হয়।

এই পরিস্থিতিতে দিলীপ ঘোষকে ঘিরে রাজ্য বিজেপির অভ্যন্তরীণ সম্পর্ক নিয়েও আলোচনা শুরু হয়েছে। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য একাধিক বার প্রকাশ্যে দিলীপ ঘোষ সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেছেন। রাজনৈতিক মহল মনে করছে, এর মাধ্যমে দলের অভ্যন্তরীণ সমীকরণে কিছুটা সমঝোতার আবহ তৈরি হচ্ছে।

জানা গেল, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ ১৮ জুলাই মোদীর সভায় থাকছেন। কিন্তু তাঁর অবস্থান হবে কোথায়—সভামঞ্চে নাকি দর্শকাসনে? রাজনৈতিক মহলে এই প্রশ্ন ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা।

সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে দিলীপ ঘোষ বলেন, “বড় নেতারা না ডাকলে আমি যাই না,” এবং আরও স্পষ্ট করে জানিয়েছেন, “কোনও না কোনও মঞ্চে থাকবই।” তা সত্ত্বেও গত কয়েকটি বড় রাজনৈতিক অনুষ্ঠানে তাঁর দৃশ্যমান অনুপস্থিতি বিশেষজ্ঞদের ভাবাচ্ছে—তিনি কি তলে তলে অবহেলিত?

একদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে রাজ্য বিজেপির সাংগঠনিক ছক নতুন করে সাজানো হয়েছে, অন্যদিকে দিলীপ ঘোষের রাজনৈতিক অবস্থানও যেন প্রশ্নচিহ্নের মধ্যে।

About The Author