জলপাইগুড়ি: অভাবের সংসার চালাতে কলকাতায় ডেলিভারি বয়ের কাজ করে ছেলে। ৩০ টাকায় লটারির টিকিট কেটে কোটিপতি হয়ে গেলেন বিধবা মা।
কপালের জোর বোধয় একেই বলে। শেষ বয়সে এসে কোটিপতি। জলপাইগুড়ি জেলার বানাহাটের সাঁকোয়াঝোরায় অভাবনীয় কাণ্ড!
স্বামী নেই অনেক দিন হল। অভাবের সংসার, ছেলে কলকাতায় ডেলিভারির কাজ করে। আর উনি একাকি সংসার সামলান। সেই ফাঁকেই মাঝে মধ্যে লটারি টিকিট কাটতেন সমিতা মজুমদার নামের ওই মহিলা।
সোমবার বিকেলেও স্থানীয় একটি লটারি কাউন্টার থেকে ৩০ টাকা দিয়ে লটারি টিকিট কেটেছিলেন তিনি। রাতে খবর আসে ওই কাউন্টারে ১ কোটি টাকা খেলেছে।
কিন্তু টিকিট কার কাছে তা রাত পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। সকালে লটারি দোকানে টিকিট মেলাতে গেলে দেখা যায় তার কাছে থাকা টিকিটেই এক কোটি টাকা প্রাইজ লেগে গিয়েছে।
খবর শুনেই রীতিমতো বাকরুদ্ধ হয়ে যান তিনি। কোটি টাকার খবর ছড়িয়ে পড়তেই ততক্ষনে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। এই টাকা দিয়ে কি করবেন?
সমিতা মজুমদার জানান, অনেক দিন আগে স্বামীকে হাযিয়েছেন, কষ্ট করে ছেলেকে মানুষ করেছেন। ছেলে কোলকাতায় সামান্য কাজ করে। স্বপ্ন আছে এই টাকা দিয়ে ছেলের ভবিষ্যৎ গড়ে দেওয়ার পাশাপাশি তার বিয়ের ব্যবস্থা করবেন।