ফের পরীক্ষা কেন? প্রতিবাদে ‘অর্ধনগ্ন’ হয়ে প্রতিবাদ জানাবে চাকরিহারা যোগ্যরা

রাজ্যের শিক্ষাব্যবস্থা ‘যোগ্য’ শিক্ষকদের নগ্ন করে দিয়েছে। তাই অর্ধনগ্ন হয়েই নিজেদের প্রতিবাদ জানাতে চান চাকরিহারা যোগ্য শিক্ষকেরা।


কলকাতা: ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকাদের দ্বিতীয়বার কেন পরীক্ষা দিতে হবে? প্রশ্ন অন্দোলনকারীদের। এদিকে, এক শিক্ষকের এই নিয়ে মানসিক চাপে মৃত্যু হয়েছে বলে অভিযোগ। তারই প্রতিবাদে আগামীকাল নবান্ন অভিমুখে অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ করবেন যোগ্য চাকরিহারা শিক্ষকেরা।

তাদের বক্তব্য, এমন অনেক শিক্ষক-শিক্ষিকারা আছেন যাঁরা অসুস্থ, অন্তঃসত্ত্বা, তাঁরা নতুন করে কী করে পরীক্ষায় বসবেন? আর পরীক্ষার কথা শুধু যোগ্যদেরই কেন বলা হচ্ছে? মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর থেকে প্রথমে নির্ভ‌য় দিলেও এখন অযোগ্যদের অন্য দপ্ত‌রে কাজের সুযোগ করে দেওয়ার কথা বলছেন।

আন্দোলনকারীরা জানান, স্কুল সার্ভিস কমিশন পর্ষদের দুর্নীতি রাজ্যের শিক্ষাব্যবস্থা তথা ‘যোগ্য’ শিক্ষকদের নগ্ন করে দিয়েছে। তাই অর্ধনগ্ন হয়েই নিজেদের প্রতিবাদ জানাতে চান তাঁরা।

বৃহস্পতিবার সকালেই ছ’জন চাকরিহারা শিক্ষক কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবন চত্বরে পৌঁছে গিয়েছিলেন। তাঁদের দাবি ছিল, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিতে গবে। কিন্তু বৈধ অনুমতিপত্র না-থাকায় তাঁদের আটক করে পুলিশ।

About The Author