Belakoba: সপ্তাহে একদিন লকডাউন, দ্বি-সাপ্তাহিক হাট দুপুর পর্যন্ত খোলা

করোনা ঠেকাতে সপ্তাহে একদিন বেলাকোবা ও বটতলার সব দোকানপাট সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ। শিকারপুর দ্বি-সাপ্তাহিক হাট দুপুর দু’টোর পর খোলা না রাখার নির্দেশ প্রশাসনের। বেলাকোবা ব্যবসায়ী সমিতি ও ব্লক প্রশাসনের যৌথ সিদ্ধান্তে করোনা ঠেকাতে দোকানপাট সপ্তাহে একদিন সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিল রাজগঞ্জ ব্লক প্রশাসন।

সপ্তাহে একদিন অর্থাৎ বৃহস্পতিবার বাজার এলাকার সব দোকানপাট সম্পূর্ণ বন্ধ রাখার কথা বলা হয়েছে এবং সপ্তাহে দুদিন শিকারপুর হাট দুপুর দুটো পর্যন্ত চালু থাকবে। তবে পেট্রোল পাম্প ও ওষুধের দোকান খোলা থাকবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে এবং পরিস্থিতি স্বাভাবিক না হয়ে বৃদ্ধি পেলে বন্ধের দিন সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এই নিয়ে বেলাকোবা শিকারপুর গ্রাম পঞ্চায়েতের দেবী চৌধুরানী কক্ষে পুলিশ ফাঁড়ি কর্তৃপক্ষ বেলাকোবা ব্যবসায়ী সমিতি একটি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার দেবী চৌধুরানী কক্ষে এই বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্ম বিডিও, থানার ওসি, বুদ্ধদেব ঘোষ স্থানীয় প্রধান রঞ্জিতা রায় এবং ব্যবসায়ী সমিতির সম্পাদক পার্থপ্রতিম পাল সহ অন্যান্য প্রতিনিধিরা।

About The Author