‘ইরান-ইজরায়েল সংঘাত থামাতে পারি ভারত-পাকিস্তানের মতই’, বললেন ট্রাম্প

‘ভারত-পাকিস্তানের মতই ইরান-ইজরায়েল সংঘাতও থামাতে পারি’, নিজস্ব সামাজিক প্ল্যাটফর্ম ট্রুথে একটি স্ব-অভিনন্দনমূলক পোস্ট করে এমনটাই আশাবাদি মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, যে তিনি ইরান ও ইসজরায়েলের মধ্যে শান্তি চুক্তি করাতে পারবেন।

সম্প্রতি ইরান-ইজরায়েল সংঘাত চরমে। উত্তেজনা যেন পাল্লা দিয়ে বাড়ছে। অবশ্য এর আগে তিনি ইরানকে খোলাখুলি হুমকি দিয়েছিলেন, যাতে তারা পাল্টা আক্রমণ না করে। তবে ইজরায়েলে পাল্টা আক্রমণ করবে, সেটা আগেই জানিয়েছিলেন খামেনি। এই আবহে ট্রাম্পের মন্তব্যে যেন অন্য সুর দেখছে আন্তর্জাতিক মহল।

পোস্ট করে ট্রাম্প এদিন লিখলেন, ‘আমি যেমন ভারত ও পাকিস্তানের মাঝে চুক্তি করাতে পেরেছি ঠিক তেমনই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সম্পর্ক‌কে ব্যবহার করে যুক্তি, সংহতির মাধ্যমে দু’জনকে নিয়ে আলোচনায় এনে দ্রুত সিদ্ধান্ত নেওয়াতে পারি, যাতে এই সংঘাত থেমে যায়।’

About The Author