কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভায় ‘চোর চোর’ স্লোগান ঘিরে তীব্র হট্টগোল। সাসপেন্ড হলেন শঙ্কর ঘোষ-সহ বিজেপির পাঁচ বিধায়ক।
রাজ্য বিধানসভায় বৃহস্পতিবার ফের রাজনৈতিক উত্তেজনার চূড়ান্ত বহিঃপ্রকাশ দেখা গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের সময় ‘চোর চোর’ স্লোগান তুলে প্রতিবাদে ফেটে পড়েন বিজেপি বিধায়করা।
এই ঘটনার জেরে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপির পাঁচ বিধায়ক—শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পল, মিহির গোস্বামী, অশোক দিন্দা এবং বঙ্কিম ঘোষকে সাসপেন্ড করেন। এর আগে ২ সেপ্টেম্বর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও সাসপেন্ড করা হয়েছিল।
বিধানসভা থেকে শঙ্কর ঘোষকে মার্শালরা টেনে বের করে আনেন, অগ্নিমিত্রা পলকে মহিলা মার্শালরা বের করে দেন। এই দৃশ্য ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অগ্নিমিত্রা পল এক্স-এ লেখেন, “শুভেন্দু অধিকারীর পর আজ আমাকে এবং শঙ্কর ঘোষকে সাসপেন্ড করা হল। আমাদের ভয় পায় @MamataOfficial, তাই কণ্ঠরোধের চেষ্টা চলছে।”
অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে “ভোটচোর, দুর্নীতিগ্রস্ত, বাঙালিদের নির্যাতনকারী” বলে আক্রমণ করেন। তিনি বলেন, “একদিন আসবে, যখন বাংলায় বিজেপির একজনও বিধায়ক থাকবে না।”
তৃণমূল কংগ্রেস বিধানসভায় ১৬৯ নম্বর বিধি অনুযায়ী একটি প্রস্তাব আনে, যেখানে দেশজুড়ে বাংলাভাষী মানুষের প্রতি ‘নিপীড়নের’ অভিযোগ তুলে বিজেপিকে দায়ী করা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনার সঞ্চার হয়েছে। ২০২৬-এর নির্বাচনের আগে এই সংঘাত যে আরও তীব্র হবে, তা বলাই যায়।

