জলপাইগুড়ির বন্যা মোকাবিলায় প্রশংসনীয় কাজ! ৮ আধিকারিককে রাজ্য সরকারের পুরস্কার

জলপাইগুড়ির বন্যা পরিস্থিতিতে অসামান্য প্রশাসনিক ভূমিকার স্বীকৃতি, মুখ্যমন্ত্রীর হাত ধরে পুরস্কৃত ৮ আধিকারিক।

জলপাইগুড়ি: বন্যাকবলিত জলপাইগুড়ি জেলায় ‘অসামান্য’ প্রশাসনিক ও মানবিক ভূমিকার স্বীকৃতি স্বরূপ রাজ্য সরকারের তরফে পুরস্কৃত হলেন জেলার ৮ জন আধিকারিক। কলকাতায় কালীপুজোর উদ্বোধন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি তাঁদের হাতে এই সম্মান তুলে দেন।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— ময়নাগুড়ির আইসি সুবল ঘোষ, বিডিও প্রসেনজিৎ কুণ্ডু, মাল মহকুমা শাসক শুভম কুণ্ডল, নাগরাকাটার বিএমওএইচ ইরফান মোল্লা সহ সিভিল ডিফেন্সের একাধিক কর্মী।

এই সম্মান ঘোষণার সময় মুখ্যসচিব মনোজ পন্থ তাঁদের নাম ঘোষণা করেন। জানা গিয়েছে, রাজ্যজুড়ে বন্যা মোকাবিলায় যাঁরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন, তাঁদের মধ্যে আরও ৩৪ জনকে পর্যায়ক্রমে পুরস্কৃত করা হবে।

উল্লেখ্য, জলপাইগুড়ি জেলার নাগরাকাটা, ময়নাগুড়ি, মালবাজার সহ একাধিক এলাকায় প্রবল বৃষ্টিতে নদী উপচে পড়ায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় প্রশাসনের তৎপরতা ও উদ্ধারকাজ বহু প্রাণ বাঁচাতে সাহায্য করে।

About The Author