যোগী রাজ্যে হইচই! পুলিশের এনকাউন্টারে মৃ/ত্যু শিশু ধ/র্ষ/ণে অভিযুক্ত শেহজাদের

পুলিশের এনকাউন্টারে মৃ/ত্যু হল শিশু ধ/র্ষ/ণে অভিযুক্তের। নজরে ফের যোগী রাজ্য। দুই পক্ষের সংঘর্ষে পুলিশ আধিকারিকের জখম হওয়ার খবর।

উত্তরপ্রদেশের মেরঠ জেলার সরুরপুর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে শিশু ধর্ষণে অভিযুক্ত শেহজাদ ওরফে নিক্কির। তার বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ ছিল, যার মধ্যে একটি ছিল নাবালিকা ধর্ষণের মামলা।

পুলিশ সূত্রে জানা গেছে, শেহজাদের বিরুদ্ধে ২৫ হাজার টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল, এবং সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

সোমবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সরুরপুর এলাকায় অভিযান চালায়। অভিযুক্তকে থামাতে গেলে সে গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। সংঘর্ষে এক পুলিশকর্মীর বুলেটপ্রুফ জ্যাকেটে গুলি লাগে, তবে তিনি অক্ষত থাকেন। শেহজাদ গুরুতর আহত অবস্থায় ধরা পড়ে এবং পরে হাসপাতালে মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে একটি মোটরবাইক, একটি পিস্তল এবং কয়েকটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শেহজাদ মেরঠের মোহাদ্দিনপুর শাইস্তা এলাকার বাসিন্দা এবং থানার রেকর্ডে একজন ‘হিস্ট্রি-শিটার’। তার বিরুদ্ধে ধর্ষণ, অস্ত্র আইন এবং অন্যান্য অপরাধের একাধিক মামলা রয়েছে।

এই এনকাউন্টারকে ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে। মানবাধিকার সংগঠনগুলি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে, যদিও পুলিশ জানিয়েছে, তারা আইন অনুযায়ীই পদক্ষেপ করেছে।

About The Author