Rajganj: দুই প্রার্থীর বাকবিতণ্ডায় ভোটগ্রহণ ভেস্তে গেল পয়াচারিতে

রাজগঞ্জ: একে অপরের বিরুদ্ধে বুথ ক্যাপচারিংয়ের অভিযোগ! আর এই নিয়ে তৃণমূল এবং সিপিএম প্রার্থীর মধ্যে তুমুল বাকবিতণ্ডা। যার জেরে ভোটগ্রহণ ভেস্তে গেল রাজগঞ্জের পানিকাউরি অঞ্চলের পয়াচারিতে। একে অপরের বিরুদ্ধে বুথ ক্যাপচারিংয়ের অভিযোগে সরব হলেন। এদিকে, বিজেপির অভিযোগ, তৃণমূল প্রার্থী বুথে ঢুকে ভোটারদের ভয় দেখিয়ে তৃণমূলে ভোট করিয়েছেন।

অন্যদিকে, তৃণমূল প্রার্থী আবসার আলির দাবি, ভোটে ছাপ্পা করেছে সিপিএম প্রার্থী। বিজেপির বিরুদ্ধেও খড়গহস্ত তৃণমূলের প্রার্থী। বুথে বিরোধীদের সামনেই স্লোগান দিলেন ‘বিজেপি হঠাও, সিপিএম হঠাও’। এই নিয়ে প্রার্থীদের মধ্যে তর্ক বিতর্কে কার্যত ভেস্তে গেল ভোট। ভোট গ্রহণ কেন্দ্রে হাতাহাতিও হয় বলে খবর পাওয়া গেল।

ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে দাড়িয়ে থাকা কয়েকজনের দাবি, ছাপ্পা হচ্ছিল, তাই ভোট বন্ধ। কেউ কেউ বললেন, বৃষ্টির জন্য ভোট বন্ধ। জানা গেল, ৬০০ মত ভোট গ্রহণ হয়েছে। ২৫০ মত ভোট পবাকি ছিল, তারমধ্যেই বন্ধ হয়ে গেল প্রক্রিয়া। এই ঘটনায় শাসক প্রতিনিধির বিরুদ্ধেই সম্মিলিত ভাবে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ বিজেপি এবং সিপিএম-এর। ওই বুথে মাত্র একজন পুলিশকর্মী এবং একজন সিভিক ভলান্টিয়ার ভোট পাহারায় ছিলেন, দেখা গেল। রাজগঞ্জ বিজেপির ব্লক সভাপতি নিতাই মণ্ডল শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেছেন। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তাঁর।

About The Author