লোকসভায় প্রধানমন্ত্রীকে ঘিরে ‘ভোট চোর, গদি ছোড়’ স্লোগান, হট্টগোলে অনির্দিষ্টকালের জন্য মুলতুবি অধিবেশন

নয়াদিল্লি: বৃহস্পতিবার লোকসভায় প্রবেশ করতেই প্রধানমন্ত্রী Narendra Modi-কে লক্ষ্য করে বিরোধী সাংসদরা স্লোগান দেন—“Vote chor, Gaddi chhod”। বাংলায় যার অর্থ দাঁড়ায়, “ভোট চোর, গদিতে বসার অধিকার নেই।” এই স্লোগান ও হট্টগোলের জেরে লোকসভা অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি (Sine Die) ঘোষণা করেন স্পিকার।

বিরোধীদের দাবি ছিল, বিহারে Special Intensive Revision (SIR) নিয়ে আলোচনা করতে হবে। এই অধিবেশনে রাজ্যসভা (Upper House) ৩৭ ঘণ্টা এবং লোকসভা (Lower House) প্রায় ৪১ ঘণ্টা কাজ করেছে। মোট ১৪টি সরকারি বিল (Government Bills) পেশ হয়, যার মধ্যে ১২টি পাস হয়েছে।

এর আগে ৭ আগস্ট, কংগ্রেস সাংসদ ও লোকসভায় বিরোধী দলনেতা Rahul Gandhi এক সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনের (ECI) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তাঁর দাবি, Maharashtra, Madhya Pradesh ও Haryana-র বিধানসভা নির্বাচনে BJP-র সুবিধা করে দিতে ব্যাপক ভোট জালিয়াতি হয়েছে। Karnataka-র Bangalore Central লোকসভা কেন্দ্রের Mahadevapura বিধানসভা আসনে ১,০০,২৫০টি “ভুয়ো ভোট” পড়েছে বলে দাবি করেন তিনি।

এই অভিযোগের জবাবে নির্বাচন কমিশনার Gyanesh Kumar Rahul Gandhi-কে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন—সাত দিনের মধ্যে শপথনামা (Sworn Affidavit) দিয়ে প্রমাণ দিন, না হলে জাতির কাছে ক্ষমা চান।

এরই মধ্যে ১৭ আগস্ট, Bihar-এর Sasaram থেকে Rahul Gandhi শুরু করেন তাঁর ১৩০০ কিমি দীর্ঘ Voter Adhikar Yatra। তাঁর দাবি, “ভোট চুরি” এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। এই যাত্রা ১৬ দিন ধরে চলবে, ২০টিরও বেশি জেলা অতিক্রম করবে, এবং শেষ হবে ১ সেপ্টেম্বর Patna-তে এক মহাসভা দিয়ে।

এই পরিস্থিতিতে সংসদে বিরোধীদের স্লোগান, Rahul Gandhi-র যাত্রা, এবং নির্বাচন কমিশনের পাল্টা অবস্থান—সব মিলিয়ে দেশের রাজনৈতিক আবহে উত্তেজনা চরমে।

About The Author