‘বেঙ্গল ফাইলস’ নিষিদ্ধ না করার আর্জি, মমতাকে খোলা চিঠি বিবেক অগ্নিহোত্রীর

কলকাতা: ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবির মুক্তি নিয়ে বিতর্কের আবহে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খোলা চিঠি পাঠালেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান, যেন ছবিটি পশ্চিমবঙ্গে নিষিদ্ধ না করা হয়।

বিবেক বলেন, “আপনি ভারতীয় সংবিধান মেনে শপথ নিয়েছেন। তাই নাগরিকের বাক স্বাধীনতাকেও আপনার সুরক্ষিত করতে হবে।” তাঁর দাবি, ছবিটি ইতিমধ্যেই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে এবং শান্তিপূর্ণভাবে মুক্তি পাওয়ার অধিকার রয়েছে।

তিনি আরও বলেন, “বাংলা শুধু একটি রাজ্য নয়, এটি ভারতের নবজাগরণের সূতিকাগার। রবীন্দ্রনাথ, নেতাজি, বিবেকানন্দের মতো মহাপুরুষের জন্মভূমি। এই প্রজন্মের কাছে বাংলার ইতিহাস পৌঁছে দেওয়ার জন্য এই ছবি গুরুত্বপূর্ণ।”

১৬ আগস্ট কলকাতায় ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ধুন্ধুমার পরিস্থিতির পর থেকেই ছবির মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শহরের একাধিক সিনেমা হল কর্তৃপক্ষও উদ্বেগ প্রকাশ করেছেন।

  • ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিষিদ্ধ না করার আবেদন জানালেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। মুখ্যমন্ত্রীকে খোলা চিঠিতে তুলে ধরলেন বাক স্বাধীনতার প্রসঙ্গ।

পরিচালক জানিয়েছেন, ছবিটি নিয়ে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নয়, বরং ইতিহাসের এক বিস্মৃত অধ্যায় তুলে ধরাই তাঁর লক্ষ্য। “বাংলা শুধু একটি রাজ্য নয়, এটি ভারতের নবজাগরণের সূতিকাগার”—এই বার্তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খোলা চিঠি পাঠালেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ‘দ্য বেঙ্গল ফাইলস’ যেন শান্তিপূর্ণভাবে মুক্তি পায়, সেই আবেদন জানালেন তিনি।

About The Author