পাড়ায় শিক্ষালয়ে এবার ‘কাঁচা বাদাম’ গাইল এক খুদে পড়ুয়া! ‘এই দু’বছর বাড়িতে কি শিখেছিস? একটু শোনা’, শিক্ষিকার এমন প্রশ্নের উত্তরে কাঁচা বাদাম গাইল এক পড়ুয়া। তার পেছনে বসে রয়েছে কয়েকজন পড়ুয়া, খুদের কীর্তি শুনে তাদের কয়েকজনকে হাসতে দেখা যাচ্ছে। বর্তমানে এমন একটি ভিডিও প্রকাশ্যে এসেছে সামাজিক মাধ্যমের হাত ধরে। আপাতত ভিডিওটি ‘পাড়ায় শিক্ষালয়’ থেকে ভাইরাল হয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে ঠিক কোন জায়গায় এই ভিডিও তুলে নেটমাধ্যমে ছাড়া হয়েছে তা স্পষ্ট নয়।
করোনা সংক্রমণের জেরে দু’বছর ধরে স্কুল বন্ধ। বাড়িতে থেকে খুদে পড়ুয়াদের অনেকেই যে স্কুলের নামও ভুলে গিয়েছিলেন সেই সংক্রান্ত খবর ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে। সেক্ষেত্রে মোবাইল দেখে কাঁচা বাদাম মুখস্ত করা কোনও অস্বাভাবিক ব্যাপার নয়। এবার এই বিষয়টিকেই কেউ ইচ্ছে করে সামাজিক মাধ্যমে টেনে তুলেছেন না পড়ুয়ার মুখে কাঁচা বাদাম গান শুনে ভিডিও তুলেছেন, সেটা স্পষ্ট নয়। ভিডিওতে পড়ুয়াকে জিজ্ঞেস করতেই নিখুঁতভাবে কাঁচা বাদাম গেয়েছে খুদে ছাত্রটি। গানের মধ্যে থাকা সামান্য মিউজিকের কেরামতিও প্রতিফলিত হচ্ছে তার গলায়। তবে সে যাইহোক, পাড়ায় শিক্ষালয়ে বাচ্চাদের পড়াতে গিয়ে নতুন জিনিস পেয়েছেন শিক্ষিকা।
করোনা কাল কাটিয়ে দুবছর পর স্কুলে বলা ভালো ক্লাসে ফিরেছে খুদে পড়ুয়ারা, তাদের পড়াতে পড়াতে আরও নতুন কিছু মিলবে কি না সে পড়েই জানা যাবে। আপাতত এই ভিডিও নিয়ে মেতেছে নেটপাড়া। প্রসঙ্গত, কয়েক মাস আগে জানে মেরি জানে মন গেয়ে এভাবেই ভাইরাল হয়েছিল ছত্তিসগড়ের খুদে। সেই ঘটনার অনুকরণের চেষ্টাও করা হয়ে থাকতে পারে। এমনটাও মনে করছেন অনেকে।