শিলিগুড়ি: ট্রাফিক পুলিশ দেখেই যুবতীকে ফেলে বাইক নিয়ে ছুটলেন যুবক। এদিকে, রাস্তার মধ্যে বাইক থেকে পড়ে ওই যুবতীর তখন দিশেহারা অবস্থা। সাহায্য করল পুলিশই। এমনই অবাক কড়া ছবি ধরা পড়ল শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরায়।
শনিবার সকালে পানিঘাটা মোড়ে বিশেষ অভিযান চালাচ্ছিল বাগডোগরা ট্রাফিক পুলিশ। বিনা হেলমেটে বাইক চালাতে দেখলেই আটকানো হচ্ছিল। এরমধ্যেই এক যুবক বাইকের পেছনে এক যুবতীকে বসিয়ে নকশালবাড়ির দিকে যাচ্ছিলেন। মাথায় কারো হেলমেট নেই দেখে রাস্তার মোড়ে হাত দেখিয়ে থামতে বলে ট্রাফিক পুলিশ। কিন্তু এরপরই আচমকাই পড়িমরি করে সেখান থেকে বাইক নিয়ে ছুট লাগান যুবক। পেছনে বসে থাকা যুবতী নিচে পড়ে যান। তবে সেদিকে খেয়াল নেই। দ্রুত গতিতে নক্সালবাড়ির দিকে ছুটে যায় বাইকটি। এদিকে, ওই যুবতী বাইক থেকে পড়ে গিয়ে সামান্য চোট পেয়েছেন।
অবাক করা ব্যাপার হল, ওই যুবতীকে আর পেছন ফিরে তাকিয়ে দেখেননি বাইক চালক। পুলিশ আহত যুবতীকে পাশে রাস্তার পাশে বসিয়ে যুবতীকে সাহায্য করেন। ঘটনার পর ওই বাইকের নাম্বার রেকর্ড করে তার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। এই মুহূর্ত আই লাভ বাগডোগরা সাংবাদিক সুনীল সিং (Sunil Singh)-এর ক্যামেরায় ধরা পড়ে। ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ঘটনার ছবি দেখে নেটাগরিকদের প্রশ্ন, চালান কাটার ভয়ে মানবিকতাই ভুলে গেলেন যুবক! যদিও মেয়েটির সঙ্গে বাইকচালকের ঠিক কি সম্পর্ক তা জানা যায়নি।