দেশীয় প্রযুক্তির গর্ব! সেমিকন ইন্ডিয়া ২০২৫-এ প্রধানমন্ত্রী মোদির হাতে তুলে দেওয়া হল ইসরোর তৈরি ‘বিক্রম’—ভারতের প্রথম দেশীয় ৩২-বিট প্রসেসর।
মঙ্গলবার দেশিয় প্রযুক্তির ক্ষেত্রে ভারতের জন্য নতুন অধ্যায় রচিত হল দিল্লিতে। সেমিকন ইন্ডিয়া ২০২৫-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে তুলে দেওয়া হল ভারতের প্রথম দেশীয়ভাবে নির্মিত ৩২-বিট মাইক্রোপ্রসেসর ‘বিক্রম’। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঐতিহাসিক চিপটি উপস্থাপন করেন।
এই চিপের নির্মাণ ও প্যাকেজিং হয়েছে পাঞ্জাবের মোহালির সেমিকন্ডাক্টর হাবে। বিক্রম প্রসেসরটি তৈরি করেছে ইসরোর সেমিকন্ডাক্টর ল্যাব, যা উৎক্ষেপণযানের কঠিন পরিস্থিতিতে ব্যবহারের জন্য উপযুক্ত। একইসঙ্গে চারটি অনুমোদিত প্রকল্পের পরীক্ষামূলক চিপও প্রধানমন্ত্রীকে উপস্থাপন করা হয়।
ভারতের সেমিকন্ডাক্টর মিশনের সূচনা হয়েছিল ২০২১ সালে। মাত্র সাড়ে তিন বছরে দেশ গড়েছে পাঁচটি সেমিকন্ডাক্টর ইউনিট, এবং ১.৬ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগে এগোচ্ছে ১০টি প্রকল্প। এই চিপ ভারতের প্রযুক্তিগত আত্মনির্ভরতার প্রতীক হয়ে উঠছে।
- সেমিকন ইন্ডিয়া ২০২৫-এ উপস্থাপিত হল ‘বিক্রম’—ভারতের প্রথম দেশীয় ৩২-বিট প্রসেসর। প্রযুক্তির আত্মনির্ভরতায় নতুন দিগন্ত।