আর ফিরবেন না ‘ইন্দ্রবদন’, প্রয়াত সতীশ শাহ! বলিউডে ফের শোকের ছায়া

৭৪ বছর বয়সে প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সতীশ শাহ। ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর ইন্দ্রবদন চরিত্রে তিনি ছিলেন অনন্য। কিডনির সমস্যায় ভুগছিলেন।

মুম্বই: জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ শনিবার দুপুর আড়াইটে নাগাদ কিডনি বিকল হয়ে প্রয়াত হন, বয়স হয়েছিল ৭৪ বছর।

তিনি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন, এবং শনিবার সকালে হঠাৎ স্বাস্থ্যের অবনতি ঘটায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরিচালক অশোক পন্ডিত এক ভিডিও বার্তায় বলেন, “ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের বন্ধু ও অসাধারণ অভিনেতা সতীশ শাহ আজ চিরবিদায় নিয়েছেন।” শেষকৃত্য আজই সম্পন্ন হবে, পরিবার সূত্রে জানা গেছে।

বলিউডে শোকের ছায়া। জনি লিভার, অনুপম খের, রত্না পাঠক শাহ-সহ বহু সহকর্মী তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।

‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর ইন্দ্রবদন, “Main Hoon Na”-র কলেজ প্রিন্সিপাল, “Jaane Bhi Do Yaaro”-র কমিক চরিত্র—সবখানেই তাঁর অভিনয় ও কমিক টাইমিং দর্শকদের মনে গেঁথে রয়েছে।

সতীশ শাহের বিদায়ে এক যুগের অবসান ঘটল, যেখানে হাস্যরসের মধ্যেও মানবিকতা ছিল তাঁর অভিনয়ের মূল সুর।

About The Author