চোখের পলকে ভেসে গেল ঘর বাড়ি! উত্তরকাশীতে মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানে ভেসে গেল ধরালী গ্রামের বিস্তীর্ণ এলাকা। ভিডিও দেখে চমকে গেল সবাই।
সোমবার গভীর রাতে মেঘভাঙা বৃষ্টির জেরে নদীতে জলস্তর হঠাৎ বেড়ে যায়, যার ফলে গ্রামটির বিস্তীর্ণ অংশ জলের তোড়ে ভেসে যায়।
সংবাদ সংস্থা পিটিআই গ্রামবাসীদের উদ্ধৃত করে জানিয়েছে, বহু বাড়িঘর তো বটেই, অন্তত ২০–২৫টি হোটেল এবং হোমস্টেও ভেসে গিয়েছে। ধ্বংসস্তূপের নীচে ১০–১২ জন আটকে পড়েছেন বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
উদ্ধারকাজ শুরু হয়েছে, তবে প্রবল জলস্রোত এবং দুর্গম এলাকা হওয়ায় উদ্ধারকার্যে বাধা সৃষ্টি হচ্ছে। প্রশাসনের তরফে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সেনা মোতায়েনের প্রস্তুতি চলছে বলে সূত্রের খবর। উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধরালী গ্রামে ভয়াবহ হড়পা বানের ছবি দেখুন