উত্তরকাশীতে হড়পা বানে ভেসে গেল সেনা ছাউনি, নিখোঁজ ১১ জওয়ান

উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধরালি গ্রামে ভয়াবহ হড়পা বানের জেরে একটি সেনা ছাউনির বড় অংশ ভেসে গেছে। ঘটনায় নিখোঁজ অন্তত ১১ জন জওয়ান।

মঙ্গলবার গভীর রাতে প্রবল বৃষ্টির পর হঠাৎই পাহাড়ি নদীতে জলস্তর বেড়ে যায়, এবং প্রবল স্রোতে সেনা শিবিরের একাধিক তাঁবু ও সরঞ্জাম ভেসে যায়।

উদ্ধারকাজে নেমেছে সেনা, NDRF ও SDRF। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জরুরি বৈঠক ডেকে কেদারনাথ যাত্রা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

About The Author