উত্তরকন্যা অভিযানে গিয়ে আহত রাজগঞ্জের ৩

রাজগঞ্জ: বৃহস্পতিবার উত্তরকন্যা অভিযানে গিয়ে পুলিশের লাঠির আঘাতে রাজগঞ্জের তিন ডিওয়াইএফআই কর্মী আহত হলেন। তাদের একজনের অবস্থা গুরুতর। এদিন রাজগঞ্জ থেকে প্রায় ২০০ জন ডিওয়াইএফআই কর্মী উত্তরকন্যা অভিযানে যোগ দিয়েছিল বলে খবর।

ডিওয়াইএফআই-এর রাজগঞ্জ এরিয়া লোকাল কমিটির সম্পাদক মমতাজ আলি বলেন, উত্তরকন্যা অভিযানে পুলিশের লাঠির আঘাতে রাজগঞ্জের মাঝিয়ালি এবং কুকুরজান গ্রাম পঞ্চায়েত এলাকার মোট ৩ জন আহত হয়েছেন। ভাঙ্গামালি এলাকার বাসিন্দা রিপন মহম্মদ এবং সঞ্জীব সরকার এবং কালীনগর এলাকার সঞ্জু মিস্ত্রি। তাঁদের মধ্যে রিপনের অবস্থা গুরতর। 

About The Author