Uttarakhand: দর্শন সেরে ফেরার পথে ৫০ ফুট নিচে খাদে পড়ল গাড়ি, তিন পর্যটকের মৃত্যু

দর্শন শেষে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, ৫০ ফুট খাদে গাড়ি পড়ে তিন পর্যটকের মৃত্যু! উত্তরাখণ্ডে ফের ঘটল মর্মান্তিক দুর্ঘটনা।

বৃহস্পতিবার সকালে দর্শন সেরে ফেরার পথে একটি পর্যটকবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০ ফুট নিচে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন পর্যটকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পর্যটকরা কাছের একটি ধর্মস্থান থেকে ফিরছিলেন। পাহাড়ি আঁকাবাঁকা পথে গাড়িটি হঠাৎই চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মুহূর্তের মধ্যে গাড়িটি খাদে গড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে এসডিআরএফ দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

প্রশাসন জানিয়েছে, মৃতরা একই পরিবারের সদস্য। তাঁদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উত্তরাখণ্ডে শীতকালে পর্যটকদের ভিড় বাড়ে এবং দুর্ঘটনার আশঙ্কাও তীব্র হয়। প্রশাসন বারবার সতর্কতা জারি করলেও পাহাড়ি পথে অতিরিক্ত গতি ও অসাবধানতার কারণে এমন দুর্ঘটনা ঘটছে।

About The Author