ভারতীয় পণ্যে শুল্কের ছোবল! আমেরিকার বাজারে জিনিসের দাম বাড়ছে হু হু করে

ভারতের পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো ভেবেছিলেন, শুধু ভারতই ভুগবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, সেই ছোবলের আঁচ লাগছে আমেরিকার বাজারেও। পোশাক থেকে শুরু করে তথ্যপ্রযুক্তি সরঞ্জাম, যানবাহনের যন্ত্রাংশ, এমনকি শিল্প রাসায়নিক—সব কিছুর দাম বাড়তে শুরু করেছে।

যে পণ্যগুলি এতদিন ভারত থেকে সরাসরি আমদানি করে আমেরিকার বাজারে সস্তায় বিক্রি হত, সেগুলোর জোগান এখন অনিশ্চিত। বিকল্প খুঁজতে গিয়ে মার্কিন সংস্থাগুলি পড়ছে বিপাকে—অন্য দেশ থেকে কিনতে হচ্ছে বেশি দামে, আর তার প্রভাব পড়ছে সাধারণ মানুষের পকেটে। এমনিতেই মুদ্রাস্ফীতির চাপে জেরবার মার্কিন নাগরিকরা, তার উপর এই মূল্যবৃদ্ধি যেন মরার উপর খাড়ার ঘা।

চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের ক্ষেত্রে আপাতত ছাড় থাকলেও, সেই ছাড় যদি উঠে যায়, তাহলে চিকিৎসার খরচও বাড়বে বহুগুণ। প্রযুক্তি ক্ষেত্রেও ভারতীয় প্রতিভার উপর নির্ভরশীল বহু সংস্থা এখন চিন্তায়—ভিসা কড়াকড়ি হলে কর্মী সংকট দেখা দিতে পারে।

ট্রাম্পের এই শুল্ক যুদ্ধ শুধু ভারত নয়, আমেরিকার অভ্যন্তরীণ বাজারকেও নাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই চাপ সাময়িক হলেও প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। আর এই পরিস্থিতিতে, শেষ হাসিটা কে হাসবে—তা এখনই বলা যাচ্ছে না।

About The Author