ভারতের ৬ সংস্থার ওপর ইরানের থেকে পেট্রোলিয়াম পণ্য কেনায় নিষেধাজ্ঞা জারি ট্রাম্পের

রাশিয়ার থেকে তেল কেনে ভারত, সেই রাগেই ইরানের থেকে তেল কেনায় নিশেধাজ্ঞা লাগিয়ে দিলেন ট্রাম্প! উঠছে প্রশ্ন।

দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা চলাকালীনই আচমকা ভারতের উপর ২৫ শতাংশ আমদানিশুল্ক আরোপ করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে রাশিয়ার সঙ্গে ভারতের ব্যবসায়িক ঘনিষ্ঠতার অভিযোগ তুলে ‘পেনাল্টি’-র হুঁশিয়ারি।

ট্রাম্প সরকারের কড়া অবস্থান অনুযায়ী, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরানের সঙ্গে পেট্রোলিয়াম বাণিজ্যে অংশ নেওয়া ভারতীয় সংস্থাগুলিকে “সেকেন্ডারি স্যাংশন”-এর আওতায় আনা হয়েছে। মার্কিন প্রশাসনের মতে, ইরান থেকে তেল কিনে ওই সংস্থাগুলি নিষিদ্ধ নীতিমালাকে উপেক্ষা করেছে।

কোন কোন সংস্থা রয়েছে তালিকায়?

ট্রাম্প প্রশাসনের হালনাগাদ নিষেধাজ্ঞা তালিকায় রয়েছে দেশের উল্লেখযোগ্য কিছু পেট্রোলিয়াম সংশ্লিষ্ট সংস্থা—যাদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হলেও, সূত্র বলছে এতে থাকতে পারে: রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ, ভারত পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ন্যায়পিক / গালফ পেট্রোকেম, ইনোজেন পেট্রোকেম বা সংশ্লিষ্ট ক্রয় অংশীদার।

এদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ফলে আন্তর্জাতিক আর্থিক লেনদেন, চুক্তি স্বাক্ষর এবং আমেরিকান প্রযুক্তি ব্যবহার—সব ক্ষেত্রেই সমস্যা দেখা দিতে পারে।

মার্কিন প্রশাসনের দাবি, ভারত ইরানের চাবাহার বন্দরের কার্যক্রমেও সক্রিয়। ট্রাম্পের মতে, এটি আমেরিকার মধ্যপ্রাচ্যনীতি ও নিষেধাজ্ঞা ব্যবস্থার প্রতি চ্যালেঞ্জ।

ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই নিষেধাজ্ঞা “একতরফাভাবে” আরোপ করা হয়েছে এবং ভারতের জ্বালানি নিরাপত্তার প্রশ্নে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে। ভারতের পক্ষে যুক্তি, ইরান থেকে তেল আমদানির বিষয়টি আন্তর্জাতিক আইন অনুযায়ী স্বচ্ছ এবং সাশ্রয়ী।

About The Author