রাশিয়ার তেল কেনায় ভারতের জন্য শুল্ক বাড়িয়ে ৫০% করলেন ট্রাম্প

ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফের ২৫% শুল্ক বাড়ালেন। আগের শুল্কসহ মোট ৫০% হল আমদানি শুল্ক। ভারত–মার্কিন বাণিজ্য সম্পর্ক নিয়ে জটিলতা বাড়ছে।

নয়াদিল্লি: ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি, আগের মতোই বজায় রেখেছে দ্বিপাক্ষিক জ্বালানি সম্পর্ক। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ভারতকে চাপের মুখে ফেললেন।

আগে ভারতীয় পণ্যের উপর ২৫% আমদানি শুল্ক আরোপ করা হয়েছিল। এবার আরও ২৫% যুক্ত করে মোট শুল্ক ৫০% পর্যন্ত বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানালেন ট্রাম্প।

ট্রাম্প প্রশাসনের দাবি, রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ না করে ভারত ‘যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ’কে উপেক্ষা করছে। এই ‘জরিমানামূলক’ পদক্ষেপ ট্রাম্পের মতে যুক্তরাষ্ট্রের অবস্থানকে স্পষ্টভাবে তুলে ধরে।

যদিও ভারত জানিয়েছে, দেশীয় জ্বালানি নিরাপত্তা ও সাশ্রয়ী সরবরাহ নিশ্চিত করার স্বার্থেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক রক্ষা জরুরি।

বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি আন্তর্জাতিক জ্বালানি কূটনীতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে। একই সঙ্গে ভারত–মার্কিন বাণিজ্যেও এর প্রভাব পড়ার সম্ভাবনা প্রবল।

About The Author