মুম্বই: নিজের সাহসী ফ্যাশন সেন্স ও আলোচিত উপস্থিতির জন্য বরাবরই চর্চায় থাকেন উরফি জাভেদ। এবার একটি চিকিৎসা সংক্রান্ত ভিডিওর মাধ্যমে হইচই ফেলে দিলেন উরফি।
সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি শেয়ার করেছেন তাঁর লিপ ফিলার ডিজলভ করার প্রক্রিয়ার ভিডিও, যেখানে অভিনেত্রীর মুখের আকৃতি এতটাই পরিবর্তিত হয় যে তাঁকে দেখে অনেকেই ‘কার্টুন’ চরিত্রের সঙ্গে তুলনা করছেন।
ভিডিওতে দেখা যায়, উরফি তাঁর আগের লিপ ফিলার ও ‘লাফ লাইন’ ডিজলভ করাচ্ছেন, কারণ তা জায়গা থেকে সরে গিয়েছিল। তিনি জানান, ফিলার নেওয়া যেমন একটি সিদ্ধান্ত, ঠিক তেমনই তা সরানোর প্রয়োজনীয়তা উপলব্ধি করাও গুরুত্বপূর্ণ।
চিকিৎসার সময় তাঁর মুখ ফুলে যায়, যা দেখে নিজেই হেসে ওঠেন অভিনেত্রী। সেই সঙ্গে জানান, প্রক্রিয়াটি অত্যন্ত যন্ত্রণাদায়ক, তবে আগামী তিন সপ্তাহ পর তিনি আরও ‘ন্যাচারাল লুক’-এর জন্য নতুন ফিলার নেওয়ার পরিকল্পনা করেছেন।
উরফি জাভেদ আরও জানান, ফিলার নেওয়ার ক্ষেত্রে সঠিক ডাক্তারের কাছে যাওয়াটা অত্যন্ত জরুরি, “ফ্যান্সি ক্লিনিকে বসা ডাক্তাররা সব জানেন না।” ভিডিও দেখে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন, আবার অনেকে তাঁর ‘স্বচ্ছতা’ ও সাহসের প্রশংসা করেছেন।