বাইকের নম্বর প্লেটে লেখা রয়েছে, ‘বোল দেনা পাল সাহেব আয়ে থে!’, ৩ বাইক আরহিকে গ্রেপ্তার করে পুলিশ যা জবাব দিল, তা শুনে হাসবেন আপনিও। মাথায় হেলমেট নেই দেখে রাস্তায় কর্তব্যরত পুলিশ বাইকে তিন জনকে দেখেই দাঁড়াতে বলেন। পরে দেখা যায়, বাইকের সাইলেন্সারের বদলে লাগানো হয়েছে ট্র্যাক্টরের সাইলেন্সার। এবং নম্বরপ্লেটেও ‘পাল সাহেব’ লেখা। এরপর তিন যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশ তাদের টুইটার হ্যান্ডলে সেই ঘটনা জানিয়ে লিখেছে, ‘ম্যায় পল দো পল কা রাইডার হুঁ, পল দো পল মেরি কহানি হ্যায়’।
मैं ‘पाल’ दो ‘पाल’ का राइडर हूँ
‘पाल’ दो ‘पाल’ मेरी कहानी है
‘पाल’ दो ‘पाल’ मेरी हस्ती है
‘पाल दो पाल’ मेरी जवानी है 😊आप ‘पाल’ साहब को कौन सा गाना डेडिकेट करना चाहेंगे?#तीनतिगाड़ाकामबिगाड़ा #बुरानामानोहोलीहै pic.twitter.com/q4ZZFCvrtk
— UP POLICE (@Uppolice) March 16, 2022
আরওএক পুলিশ কর্তা সেই ছবি শেয়ার করে লিখেছেন, ‘রাহ মে চলতে মুলাকাত হো গয়ি্, জিসসে দরতে থে বহি বাত হো গয়ি।’ মঙ্গলবার উত্তরপ্রদেশের মুরাদগঞ্জে তিন যুবক ওই বাইকে চেপে রাস্তায় ঘুরছিলেন। সেই সময় রাস্তায় টহল দিচ্ছিল পুলিশ। বাবুদের ভাব দেখেই ভাব পূর্ণ অভিবাদন জানিয়েছে পুলিশ।
आज @auraiyapolice की नज़र एक मोटर साइकिल पर पड़ी जिस पर लिखा हुआ था “बोल देना पाल साहब आए थे “ उस पर बैठे युवको को यह नही पता था की पाल साहब की यह सवारी आयी तो सही लेकिन जा नही पाएगी ! यह तो वही बात हो गयी-“राह में चलते मुलाक़ात हो गयी जिससे डरते थे वही बात हो गयी”।@Uppolice pic.twitter.com/hsdpeLQXRr
— ABHISHEK VERMA I.P.S (@vermaabhishek25) March 15, 2022
মঙ্গলবার এই ঘটনার পর বাইকের সেই ‘পাল সাহেব’ এবং উত্তরপ্রদেশ পুলিশের ‘পল দো পল’ নিয়ে তুমুল চর্চা চলছে নেটমাধ্যমে।