নম্বর প্লেটে লেখা, ‘বোল দেনা পাল সাহেব আয়ে থে!’ ৩ যুবককে জেলে ঢুকিয়ে যা উত্তর দিল পুলিশ, শুনলে হাসবেন

বাইকের নম্বর প্লেটে লেখা রয়েছে, ‘বোল দেনা পাল সাহেব আয়ে থে!’, ৩ বাইক আরহিকে গ্রেপ্তার করে পুলিশ যা জবাব দিল, তা শুনে হাসবেন আপনিও। মাথায় হেলমেট নেই দেখে রাস্তায় কর্তব্যরত পুলিশ বাইকে তিন জনকে দেখেই দাঁড়াতে বলেন। পরে দেখা যায়, বাইকের সাইলেন্সারের বদলে লাগানো হয়েছে ট্র্যাক্টরের সাইলেন্সার। এবং নম্বরপ্লেটেও ‘পাল সাহেব’ লেখা। এরপর তিন যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশ তাদের টুইটার হ্যান্ডলে সেই ঘটনা জানিয়ে লিখেছে, ‘ম্যায় পল দো পল কা রাইডার হুঁ, পল দো পল মেরি কহানি হ্যায়’।

আরওএক পুলিশ কর্তা সেই ছবি শেয়ার করে লিখেছেন, ‘রাহ মে চলতে মুলাকাত হো গয়ি্‌, জিসসে দরতে থে বহি বাত হো গয়ি।’ মঙ্গলবার উত্তরপ্রদেশের মুরাদগঞ্জে তিন যুবক ওই বাইকে চেপে রাস্তায় ঘুরছিলেন। সেই সময় রাস্তায় টহল দিচ্ছিল পুলিশ। বাবুদের ভাব দেখেই ভাব পূর্ণ অভিবাদন জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার এই ঘটনার পর বাইকের সেই ‘পাল সাহেব’ এবং উত্তরপ্রদেশ পুলিশের ‘পল দো পল’ নিয়ে তুমুল চর্চা চলছে নেটমাধ্যমে।

About The Author