হুগলি: এসএসসি পরীক্ষা দিতে এসে হুগলির একটি কেন্দ্র থেকে মোবাইল ও নগদ টাকা খোয়ালেন উত্তরপ্রদেশের এক পরীক্ষার্থী।
প্রায় ৯ বছর পর রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা ঘিরে উত্তেজনার মধ্যেই হুগলিতে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। উত্তরপ্রদেশের রামপুর গোপীগঞ্জের বাসিন্দা আনন্দ কুমার বিন্দ এসেছিলেন নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের SSC পরীক্ষা দিতে। বিভূতি এক্সপ্রেসে হাওড়ায় নেমে লোকাল ট্রেনে হুগলি স্টেশনে পৌঁছন তিনি।
স্টেশনে এক অচেনা ব্যক্তির সঙ্গে আলাপ হয় তাঁর, যিনি তাঁকে হোটেলে নিয়ে যান। সেখানেই খাবার খেয়ে গঙ্গায় স্নান করতে যান আনন্দ, সঙ্গে ছিলেন সেই ব্যক্তি। এরপর তাঁর দাবি, “তার পর আর কিছু মনে নেই, জ্ঞান ফিরে দেখি চুঁচুড়া হাসপাতালে ভর্তি।” মোবাইল ফোন ও নগদ টাকা খোয়া গিয়েছে বলেও অভিযোগ তাঁর।
হাসপাতাল থেকেই তিনি হুগলির HETC কলেজে গিয়ে পরীক্ষায় বসেন। এই ঘটনায় প্রশ্ন উঠছে—ভিনরাজ্য থেকে আসা পরীক্ষার্থীদের নিরাপত্তা কতটা নিশ্চিত?
এদিকে, রাজ্যজুড়ে চলছে SSC নিয়োগ পরীক্ষা। ৬৩৬টি কেন্দ্রে বসেছেন ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন পরীক্ষার্থী। নবম-দশম শ্রেণির শূন্যপদ রয়েছে ২৩,২১২টি। আজ ও ১৪ সেপ্টেম্বর দুই দফায় হচ্ছে পরীক্ষা।
উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান সহ একাধিক বিজেপি শাসিত রাজ্য থেকে বহু পরীক্ষার্থী এসেছেন পশ্চিমবঙ্গে। কোচবিহার, হাওড়া, হুগলি সহ বিভিন্ন জেলায় দেখা গিয়েছে তাঁদের উপস্থিতি। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ, প্রবেশ শুধুমাত্র অ্যাডমিট কার্ড দেখিয়ে।
পুলিশ সূত্রে খবর, প্রতিটি কেন্দ্রে থাকছে ১ জন আধিকারিক ও ৪ জন পুলিশকর্মী। নিরাপত্তা জোরদার হলেও আনন্দ কুমারের ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।