যোগীরাজ্যে চাকরির সংকট? বাংলায় পরীক্ষা দিলেন উত্তরপ্রদেশের প্রার্থীরা, কটাক্ষ কুনালের

কলকাতা: রাজ্যে অনুষ্ঠিত স্কুল সার্ভিস কমিশনের (SSC) নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তরপ্রদেশ ও বিহারের বহু চাকরিপ্রার্থী এসেছেন পরীক্ষায় অংশ নিতে। সুপ্রিম কোর্টের নির্দেশে এই পরীক্ষা নতুন নিয়মে অনুষ্ঠিত হয় রাজ্যজুড়ে ৬৩৬টি কেন্দ্রে, যেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো।

এই ঘটনা ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূল নেতা কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেন, “বাংলার SSC-র পরীক্ষা দিতে আজ হাজির যোগী রাজ্যসহ ভিনরাজ্য, ডবল ইঞ্জিন সরকারের রাজ্যের কর্মপ্রার্থীরা। অনেকে বলছেন ওখানে চাকরি নেই। ঠিকমত পরীক্ষা হয় না। বারবার স্থগিত হয়েছে।” তিনি আরও বলেন, “এখানে কেউ বলেনি বাংলার চাকরির পরীক্ষা শুধু বঙ্গবাসী দিতে পারবে। কেউ হয়রান করেনি। অপমান করেনি। বাধা দেয়নি। কিছু বুঝলেন? জয় বাংলা”।

এই পরিস্থিতি ইঙ্গিত দেয় যে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে সরকারি চাকরির সুযোগ সীমিত হয়ে পড়েছে, যার ফলে প্রার্থীরা অন্য রাজ্যে পরীক্ষা দিতে বাধ্য হচ্ছেন। ৯ বছর পর পশ্চিমবঙ্গে SSC পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তা নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। আগামী ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষাও অনুষ্ঠিত হবে।

About The Author