সরস্বতী পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে দুই কলেজে গণ্ডগোল

শিলিগুড়ি: সরস্বতী পূজার সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে থ্রেটনিংয়ের অভিযোগ! কমার্স কলেজের পক্ষ থেকে শিলিগুড়ি ডে কলেজের এক অধ্যক্ষকে হুমকি দেওয়ার অভিযোগ।

৭৫ বছর পূর্তি উদযাপনকে কেন্দ্র করে এদিন ডে কলেজের পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর তারপর থেকেই ঝামেলা শুরু হয় বলে দাবি।

কি নিয়ে ঝামেলা? জানা গেল, ডে কলেজর প্যান্ডেলের জন্য নাকি কমার্স কলেজের প্যান্ডেল ঢেকে গেছে। আর তাই নিয়ে শুরু হয় ঝামেলা!

এ বিষয়ে শিলিগুড়ি কলেজর অধ্যাপিকা বিদ্যাবতী আগরওয়াল জানান, কমার্স কলেজের একজন ডে কলেজের কনভেনরকে থ্রেট করে। তবে যার বিরুদ্ধে অভিযোগ সেই একজন- সৌরভ ভাস্কর তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, সাংস্কৃতিক অনুষ্ঠান করা নিয়েই বচসার সূত্রপাত।

অবশ্য এ বিষয়ে শিলিগুড়ি কলেজর অধ্যক্ষ সুজিত ঘোষ জানান, এই থ্রেট নিয়ে আমার কিছু জানা নেই। এই বিষয় নিয়ে আমি কিছু বলতে পারবো না। তবে দুই কলেজের রেষারেষির খবর পেয়ে বেড়েছে পুলিশি নিরাপত্তা।

About The Author