ভাল্লুকের পর এবার চিতা বাঘের আতঙ্ক। প্রায় দেড় মাস পর জলপাইগুড়ি পাঙ্গা বটতলায় আবারও চিতা বাঘের আতঙ্ক। দুপুরে একদিকে খোবলানো ছাগলের দেহ এবং অন্যদিকে বাছুরের রক্তাক্ত দেহ দেখে এলাকায় চিতা বাঘের আতঙ্ক ছড়াল সদর ব্লকের রানীনগর সংলগ্ন এলাকায়। অজানা জন্তুর হানায় ত্রস্ত এলাকা।
বৃহস্পতিবার সোবাভিটা, চেওড়াপাড়া, ভোটঘাটি এলাকায় অজানা জন্তুর হানায় ত্রস্ত হয়ে রইল এলাকার মানুষ। রানীনগর সোভাভিটা ও চেওড়াপাড়া, ভোটঘাটি এলাকায় বৃহস্পতিবার দুপুরে বাছুর সহ একটি ছাগলকে খেয়ে ফেলার চেষ্টা করে অজানা জন্তুটি। যার ফলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। প্রাথমিক অনুমান সম্ভবত চিতাবাঘের হালাতেই এই ঘটনা। তাদের দাবি বনদপ্তর ওই জন্ত্রটি কে ধরার জন্য ইতিমধ্যেই খাঁচা পাতা প্রয়োজন নাহলে এই এলাকায় আতঙ্ক থেকেই যাবে যার ফলে প্রাণহানি হওয়ার আশঙ্কা রয়েছে বলে এলাকাবাসীরা জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বনদপ্তরের কর্মীরা।