Nabanna: শনিবারই রাজ্যে উল্টোরথ ও মহরম, বিশেষ সতর্ক থাকতে বললেন মুখ্যমন্ত্রী

আগামী ৫ জুলাই উলটো রথ আর প্রায় একই সময়ে মহরমও। রাজ্যে উৎসবমুখর দিন নির্বিঘ্ন রাখতে প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত রাখতে বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

শনিবার একদিকে উল্টোরথ, অন্যদিকে মহরম—রাজ্যে পালিত হতে চলেছে দুটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। একই দিনে দুটি উৎসব ঘিরে যাতে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি না হয়, তার জন্য প্রশাসনকে বিশেষ সতর্ক থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। রাজ্যের পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের কড়া নজরদারির বার্তা দেন মুখ্যমন্ত্রী।

দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দির থেকে এবছর প্রথমবার রথ বেরিয়েছে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। সেই ধারাবাহিকতায় এবার উল্টোরথেও থাকবে বিস্তৃত আয়োজন। দিঘায় ভিড় হওয়ার সম্ভাবনার কথা মাথায় রেখে তিনি জানিয়েছেন—৫ জুলাই দিঘায় তিনি নিজে না গেলেও রাজ্যের একাধিক মন্ত্রী থাকবেন উপস্থিত।

সূত্র অনুযায়ী, পূর্তমন্ত্রী পুলক রায়, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, দমকলমন্ত্রী সুজিত বসু, পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন দিঘায় দায়িত্ব সামলাবেন। ৪ জুলাই থেকেই তাঁরা সেখানে পৌঁছে যাবেন বলে নির্দেশ দেওয়া হয়েছে।  লক্ষ্য একটাই—দুই ধর্মীয় অনুষ্ঠানের দিন রাজ্যে সম্প্রীতির পরিবেশ বজায় রাখা ও শান্তি বজায় রাখা।

About The Author