নয়াদিল্লি: ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক যখন কূটনৈতিক টানাপড়েনের মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়েই ভারতে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার।
আগামী বুধবার দিল্লিতে পৌঁছবেন তিনি, যা তাঁর প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভারত সফর। এই সফরকে ঘিরে কৌতূহল তুঙ্গে, বিশেষত গত জুলাই মাসে ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্যচুক্তি স্বাক্ষরের পর।
বৃহস্পতিবার মুম্বইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন স্টার্মার। আলোচনায় থাকবে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, জলবায়ু, স্বাস্থ্য ও শিক্ষা সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্র। পাশাপাশি দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব ও নাগরিক সম্পর্ক মজবুত করার দিকেও নজর দেওয়া হবে।
এই সফরের সময় স্টার্মার একটি আলোচনাচক্রে অংশ নেবেন, যেখানে ভারতীয় শিল্পপতি ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় হবে। ব্রিটেন থেকে আমদানিকৃত চিকিৎসা সরঞ্জাম, চকোলেট, গাড়ি, এমনকি স্যামন মাছের উপর শুল্ক কমে যাওয়ায় ভারতীয় বাজারে তা আরও সহজলভ্য হবে।
ট্রাম্প প্রশাসনের সঙ্গে চলমান চাপানউতরের প্রেক্ষিতে এই সফর ভারতের কূটনৈতিক ভারসাম্য রক্ষার দিকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।