মনীন্দ্র সম্প্রতি একটি ব্যঙ্গধর্মী গান প্রকাশ করেছেন, যেখানে “হীরক রাণী” শব্দবন্ধ ব্যবহার করে রাজ্যের প্রশাসনিক পরিস্থিতি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রয়েছে। গানটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই রাজনৈতিক উত্তেজনা বাড়তে শুরু করে।
সেই নিয়ে রাজ্যের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তিনি বলেন, এটা কে জানিনা, তবে স্বাধীনতা আছে বলেই যা খুশি করা যায় না। আমার তো মনে হয় “ল্যাম্পপোস্টে বেঁধে পেটানো উচিত”।
তবে উদয়ন গুহ সরাসরি কারও নাম উল্লেখ করেননি। তাঁর মন্তব্যকে ঘিরে বিতর্কের পাশাপাশি প্রশ্ন উঠেছে—একজন শিল্পীর সাংস্কৃতিক স্বাধীনতা এবং একজন জনপ্রতিনিধির প্রতিক্রিয়ার সীমারেখা ঠিক কোথায়? দেখুন সেই ভিডিও