কোচবিহার: সীমান্ত ঘেঁষা গ্রামে খুশির খবর! অভাবি পরিবারের দুই মেয়ে একইসঙ্গে পেল কেন্দ্রের চাকরি!
একজন বিএসএফ আবার একজন সিআইএসএফ। কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষায় একসাথে সফল দুই বোন।
সদ্য প্রকাশিত হওয়া কেন্দ্র সরকারের স্টাফ সিলেকশন কমিশনের জিডি কনস্টেবল পরীক্ষায় একসাথে পাস করে তাক লাগিয়ে দিয়েছেন দুই বোন জবা ও সাগরিকা। মেখলিগঞ্জ ব্লকের জামালদহের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া জামবাড়ি এলাকার বাসিন্দা জয় গোবিন্দ! পরিযায়ী শ্রমিকের কাজ করে দুই মেয়েকে মানুষ করেছেন। মা অন্যের জমিতে কাজ করেন। টিনের বাড়ি। এক সঙ্গে দুই মেয়ের এমন সাফল্যে চোখে জল বাবা-মায়ের।
জবা জানায়, বাবা-মাই সব! তাঁদের থেকেই অনুপ্রেরণা পেয়েছে সে। কষ্ট করলে জীবনে সফলতা মিলবেই। করোনা পরিস্থিতিতে একটা সময় চরম অভাব অনটনে পড়াশোনা বন্ধ হতে বসেছিল। সেই সময় পাশে দাঁড়ান মাথাভাঙার প্রাক্তন অতিরিক্ত পুলিশ সুপার আইপিএস অমিত ভার্মা সহ গৃহ শিক্ষকরা। অভাব অনটন কে নিয়ে চরম দারিদ্রতাকে কে উপেক্ষা করে স্বপ্ন সফল দুই বোনের।