একই নম্বরপ্লেট যুক্ত দু’টি বাইক আটক করল রাজগঞ্জ থানার পুলিশ৷ বাইকের রং, মডেলও অবিকল এক। এই ঘটনায় ফাটাপুকুর থেকে একজনকে গ্রেপ্তার করেছে রাজগঞ্জ থানার পুলিশ।
জানা গিয়েছে, ফাটাপুকুর মোড়ে ট্রাফিক নিয়ম না মানায় একটি বাইকের বিরুদ্ধে চালান কেটেছিল ট্রাফিক পুলিশ। ফাইন বাবদ পুলিশের তরফে বাইকের মালিক হালালাল সরকারের কাছে এসএমএস পাঠানো হয়। সেই এসএমএস দেখে হতবাক হয়ে যান বাইকের মালিক। হালালাল-এর বাড়ি নিউ জলপাইগুড়ি থানা এলাকায়। তাঁর কথায়, বেশ কিছুদিন ধরে ওঁর বাইক বাড়িতেই রয়েছে। তাহলে কিভাবে পুলিশ ফাইন করল? তড়িঘড়ি তিনি রাজগঞ্জ থানায় যোগাযোগ করেন। সেখানে এসে দেখা যায় পুলিশের তোলা ছবিতে বাইকটি তার বাইকের সঙ্গে মিলে গিয়েছে, নম্বর, রং সবই এক। তবে নম্বর প্লেটের স্টাইল কিছুটা আলাদা। এদিকে, ফাটাপুকুর থেকে ওই বাইকটিকে থানায় নিয়ে আসে পুলিশ। পাশাপাশি দুটি বাইক দেখে অবাক হলেন ওই ব্যক্তি। এরপর তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম সাগর গোয়ালা। ফাটাপুকুর ঝাঞ্জুপাড়ার বাসিন্দা। অভিযোগ, ধৃত ব্যক্তি চোরাই বাইক ব্যবহার করছিলেন। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত। ধৃতকে বুধবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।