মণিপুরে অসম রাইফেলসের ট্রাকে অতর্কিত হামলা! শহিদ ২ জওয়ান, জখম ৫

ইম্ফল: মণিপুরের বিষ্ণুপুর জেলার নাম্বোল সাপাল লেইকাই এলাকায় শুক্রবার সন্ধ্যায় অসম রাইফেলসের একটি ট্রাক লক্ষ্য করে গুলিবর্ষণ চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। এই ভয়াবহ হামলায় ২ জন জওয়ান শহিদ হয়েছেন এবং ৫ জন গুরুতর জখম।

হামলার সময় ট্রাকটি ইম্ফল থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। জানা গেছে, জওয়ানরা স্করপিও গাড়িতে ছিলেন এবং হামলার সময় প্রায় ৫:৫০ মিনিটে অতর্কিতভাবে গুলি চালানো হয়। জখমদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর এলাকায় বিপুল নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং চিরুনি তল্লাশি চলছে।

মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং এই হামলার তীব্র নিন্দা করেছেন। বীরেন সিং বলেন, “এই হামলা আমাদের সাহসী জওয়ানদের প্রতি এক নির্মম আঘাত। শহিদদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা”।

  • মণিপুরে অসম রাইফেলসের ট্রাকে অতর্কিত গুলিবর্ষণে শহিদ ২ জওয়ান, জখম ৪। নিরাপত্তা বাহিনী এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে।

About The Author