রাতের অন্ধকারে র‍্যাশনের চাল-আটা পাচারের সময় গ্রেপ্তার দুই, ২৫০০ কেজি র‍্যাশন সামগ্রী উদ্ধার

“রাত মানেই ঘুম নয়, কেউ কেউ তখন রেশন চাল নিয়ে ‘চালাকির’ খেলাও খেলে!”

রাতের অন্ধকারে পুলিশের চোখে ধুলো দিয়ে পাচারের ছক! রাজগঞ্জে ১ হাজার ৭৭০ কেজি চাল আর ৭৮৫ কেজি আটা সহ ধরা পড়ল রাজগঞ্জেরই দুই যুবক।

রেশনের চাল ও আটা বোঝাই একটি পিকআপ ভ্যান সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল বেলাকোবা এলাকার বাবুপাড়া সংলগ্ন অঞ্চলে। অবশেষে বেলাকোবা পুলিশ ফাঁড়ির তৎপরতায় পাকড়াও হলো পাচারকারীরা। বাজেয়াপ্ত হলো বিপুল পরিমাণ রেশন সামগ্রী।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে একটি পিকআপ ভ্যান আটক করা হয়। গাড়িতে থাকা দুই ব্যক্তির জবানবন্দিতে অসঙ্গতি দেখা দেওয়ায় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর গাড়ির ডালা খুলতেই সামনে আসে চমকপ্রদ তথ্য—ভেতর থেকে উদ্ধার হয় ১,৭৭০.৩৫ কেজি চাল ও ৮২৭ প্যাকেট আটা, যা সম্পূর্ণরূপে রেশন দোকানের সামগ্রী।

ধৃত দু’জনের নাম মদন দেবনাথ ও সুশান্ত বিশ্বাস, উভয়েই রাজগঞ্জের বাসিন্দা। একজনের বাড়ি দুব্রাগছে আর একজন তেলিপাড়ার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, তাঁরা প্রায় পাঁচ বছর ধরে এই অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত। প্রশ্ন উঠছে, এতদিন ধরে এধরনের পাচার চললেও প্রশাসনের নজরে তা কেন এলো না?

বেলাকোবা ফাঁড়ির পুলিশ রেশন সামগ্রীসহ গাড়ি বাজেয়াপ্ত করে দুই অভিযুক্তকে আটক করে।

এ বিষয়ে সাব-ডিভিশনাল ফুড অ্যান্ড সাপ্লাই কন্ট্রোলার শুভাশিস বায়েন জানান, “ঘটনার বিষয়ে এখনও রিপোর্ট হাতে আসেনি। সার্কেল ইন্সপেক্টরের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

About The Author