জলপাইগুড়ি: নাগরাকাটায় দুর্যোগকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় অবশেষে গ্রেফতার হল দুই অভিযুক্ত। ঘটনার ৫১ ঘণ্টা পর জলপাইগুড়ি পুলিশ নাগরাকাটা থেকেই তাঁদের পাকড়াও করে। অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) সমীর আহমেদ জানিয়েছেন, “দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।”
তবে ধৃতদের নাম-পরিচয় বা তাঁদের রাজনৈতিক সংযোগ সম্পর্কে পুলিশ এখনও কিছু জানায়নি।
সোমবারের ঘটনায় অভিযোগ, কয়েকশো মানুষ লাঠি, জুতো ও নদীর পাথর নিয়ে খগেন ও শঙ্করের উপর চড়াও হন। খগেনের মুখে আঘাত লাগে, বাঁ চোখের নিচে রক্ত ঝরতে থাকে। শঙ্করের হাতে চোট লাগে। দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার পর থেকেই তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে। বিজেপি সরাসরি শাসকদলের দিকে আঙুল তুললেও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে, তারা এই ধরনের বিক্ষোভ সমর্থন করে না।
ঘটনার পরের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে গিয়ে খগেনকে দেখে আসেন। তাঁর মন্তব্য, “আমি আমার কর্তব্য করেছি। তবে দুর্গত এলাকায় ৩০-৪০টি গাড়ি নিয়ে যাওয়া কি ঠিক ছিল?”
এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি প্রশাসনিক তৎপরতাও বাড়ছে। বাকিদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।