কেন্দ্র-টুইটার সংঘাতে হারল টুইটার! কি হবে এর ভবিষ্যৎ?

যদি আদালতে মামলা হয়, তথ্যপ্রযুক্তি আইনের আওতায় সুরক্ষা পাবে না টুইটার

ভারতে আইনি যুদ্ধে হেরে গিয়েছে টুইটার। কেন্দ্রের নতুন আইটি রুল না মেনে চলায় টুইটারের সংকট বাড়ল। আইন লঙ্ঘনকারী থার্ড পার্টি কনটেন্টের জন্য এবার থেকে টুইটার দায়বদ্ধ থাকবে বলে ধরে নেওয়া হবে। এবার যদি টুইটারের বিরুদ্ধে আদালতে মামলা হয়, তথ্যপ্রযুক্তি আইনের আওতায় সুরক্ষা পাবে না সোশ্যাল মিডিয়া সাইটটি। 

কেন্দ্র-টুইটার সংঘাতে অবশেষে হার হল টুইটারের। সরকারি আধিকারিক সুত্রে জানা গিয়েছে, তথ্যপ্রযুক্তি আইনের ৭৯ ধারায় টুইটার এখন থেকে আর আইনি রক্ষাকবচ পাবে না। ফলে এখন যদি আদালতে মামলা হয়, তথ্যপ্রযুক্তি আইনের আওতায় সুরক্ষা পাবে না টুইটার। সোশ্যাল মিডিয়া এই সাইটের রক্ষাকবচ বাতিল করল কেন্দ্র। জানা গিয়েছে, সাম্প্রদায়িক অশান্তিতে ইন্ধন জোগানোর অভিযোগেই টুইটারের আইনি রক্ষাকবচ কেড়ে নিল কেন্দ্র।

About The Author