Twitter: ৩৩,৬৮,৭৭,৮৬,০০,০০০ ভারতীয় টাকায় টুইটার কিনে নিলেন এলন মাস্ক

৪ হাজার ৪০০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৩,৬৮৭৭ কোটি ৮৬ লাখ টাকা)-এর বিনিময়ে টুইটার কিনে নিলেন মার্কিন ধনকুবের এলন মাস্ক। নগদে কিনে নিয়ে মাইক্রোব্লগিং সাইটটির মালিকানা পেলেন তিনি।

এলনের সঙ্গে টুইটার কর্তৃপক্ষের দীর্ঘ বৈঠকের পর মাস্কের প্রস্তাবের মূল্যায়ন করা হয়েছে। ক’দিন আগেই প্রায় ২২ হাজার কোটি টাকার বিনিময়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারের ৯.২ শতাংশ মালিকানা কিনে নিয়েছিলেন এলন। এবার পুরো মালিকানাই হল তাঁর। মাস্কের দাবি, তিনি টুইটারের অংশীদার হওয়ার সময়ে ভেবেছিলেন টুইটার বিশ্ব জুড়ে বাক্‌স্বাধীনতার মূল মাধ্যম হয়ে উঠবে। কিন্তু বিনিয়োগ করার পরেই নাকি তিনি উপলব্ধি করছেন যে, বর্তমান অবস্থায় তা কখনই সম্ভব নয় টুইটারের পক্ষে। তাই ব্যক্তিগত মালিকানাধীন সংস্থা হিসেবে এর বদল ঘটানোই তাঁর লক্ষ্য।