‘উর্দু পড়িয়ে শিশুদের মৌলবী বানাতে চায় সমাজবাদী পার্টি। অথচ এরা নিজের সন্তানদের ইংরেজি স্কুলে ভর্তি করে’, ইংরেজি বনাম উর্দু দ্বন্দ্বে উত্তাল উত্তরপ্রদেশ বিধানসভা। ভাষা ইস্যুতে সমাজবাদী পার্টিকে তুলোধোনা যোগী আদিত্যনাথের। কড়া সুরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, উর্দু পড়িয়ে কি করবেন? কাঠমুল্লা বা মৌলবি তৈরি করবেন? উত্তরপ্রদেশ বিধানসভায় দুই ভাষাকে কেন্দ্র করে এমন বেনজির দ্বন্দ্ব রীতিমতো চর্চায় উঠে এসেছে।
বিধানসভায় মঙ্গলবার ‘ফ্লোর ল্যাঙ্গুয়েজ’-এ ইংরেজি ভাষাকে যুক্ত করার প্রস্তাব দিয়েছে যোগী সরকার। এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হন বিরোধী দলনেতা তথা সপা বিধায়ক মাতা প্রসাদ পান্ডেয়। তিনি দাবি করেন, “ইংরেজির পরিবর্তে এখানে উর্দু ভাষাকে যুক্ত করা হোক। উর্দু আমাদের দ্বিতীয় ভাষা। সরকার ইংরেজি চাপিয়ে দিচ্ছে আমাদের উপর। অনেক লড়াইয়ের পর ইংরেজকে দেশ থেকে তাড়িয়েছি আমরা। সেই ইংরেজি ভাষা ফিরিয়ে আনার কোনও মানে হয় না।”
বিরোধী দলনেতার এহেন মন্তব্যের পরই সপাকে কার্যত তুলোধোনা করেন যোগী আদিত্যনাথ। আঞ্চলিক ভাষাকে সামনের সারিতে তুলে আনতে সরকারের কৃতিত্ব তুলে ধরে যোগী বলেন, “আমাদের সরকার ভোজপুরি, অবধি, ব্রজবুলি ও বুন্দেলখণ্ডি ভাষাকে উৎসাহ দিতে আলাদা আলাদা অ্যাকাডেমি তৈরি করেছি। যাতে শিশুরা নিজের মাতৃভাষাতে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। হিন্দির এই উপভাষাগুলিকে বিধানসভাতেও মান্যতা দিয়েছি আমরা। তবে বিরোধী শিবির এই সিদ্ধান্তের বিরোধিতা করছে। ওদের এই বিরোধিতা প্রমাণ করে, এরা শুধু উন্নয়নের বিরুদ্ধে নয়, আমাদের সংস্কৃতির বিরোধী। এরা নিজেদের সন্তানকে ইংরেজি স্কুলে পড়াবে তবে অন্যের সন্তানদের জন্য যদি সরকার সেই সুবিধার ব্যবস্থা করে তবে তার বিরোধিতা করে। এরা বলে ইংরেজি নয়, সন্তানদের উর্দু পড়াও। অর্থাৎ এরা শিশুদের মৌলবি তৈরি করতে চায়। এই দেশকে কট্টর মৌলবাদের পথে নিয়ে যেতে চায়, কিন্তু সেটা আর হবে না।”