প্রেমিকার বিয়ে ঠিক হতেই বাড়ির সামনে ধর্না প্রেমিকের

তুফানগঞ্জ: ছয় বছরের প্রেমের সম্পর্ক। সব ঠিকই চলছিল। কিন্তু হঠাৎ করেই প্রেমিকার বিয়ে অন্য জায়গায় ঠিক করেন বাড়ির লোকজন। সেই সঙ্গে প্রেমিক যুবকের সঙ্গেও যোগাযোগ বন্ধ করে দেওয়া হয় বলে দাবি। অগত্যা প্রেমিকার বাড়ির সামনে এসে বিয়ের দাবিতে ধর্নায় বসলেন যুবক। সম্পর্কের প্রমাণ হিসেবে একাধিক ছবি মেলে ধরেন জনসমক্ষে। চাঞ্চল্যকর ঘটনা তুফানগঞ্জ ২ ব্লকের ঝিঙ্গাপূর্ণি এলাকায়। বিয়ের জন্য প্রেমিকের ধর্নায় বসার খবর ছড়িয়ে পড়তেই ওই এলাকায় প্রচুর মানুষ ভিড় জমায়। 

ধর্নায় বসে থাকা যুবকের নাম গোপাল অধিকারী। তার বাড়ি তার বাড়ি বক্সিরহাট থেটার পাড় এলাকায়। যদিও এই সম্পর্ক নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ওই তরুণীর পরিবারের তরফ থেকে। তবে এই বিষয়ে যুবকের দাবি ৬ বছর আগে কলেজে পড়াশোনা করার সময় ঝিঙ্গাপূর্নি এলাকায় যুবতীর সঙ্গে আলাপ। তারপর দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এবিষয়ে প্রথম থেকেই দুই বাড়ির সবাই জানত বলে তাঁর দাবি। এক মাস থেকে তার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় ওই যুবতী। পরবর্তীতে সে খবর পায় যে ওই যুবতীকে অন্য জাগায় বিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে তার পরিবারের লোকজন। এই খবর জানামাত্রই সম্পর্কের প্রমাণস্বরূপ তাদের ছবি হাতে নিয়ে প্রেমিকার বাড়ির সামনে ধরনায় বসে ওই যুবক। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ।


About The Author