যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত ডোনাল্ড ট্রাম্পের জারি করা একাধিক ট্যারিফকে অবৈধ ঘোষণা করেছে। আদালতের মতে, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অপব্যবহার করে ট্রাম্প এই ট্যারিফ আরোপ করেছিলেন, যা সংবিধান অনুযায়ী কংগ্রেসের এখতিয়ার।
তবে এই রায় সত্ত্বেও ট্যারিফগুলো আপাতত বহাল থাকছে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত, যাতে ট্রাম্প সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ পান। ট্রাম্প ইতিমধ্যেই রায়কে “দেশের জন্য বিপর্যয়কর” বলে আখ্যা দিয়েছেন এবং বিচারকদের পক্ষপাতদুষ্ট বলেও মন্তব্য করেছেন।
এই রায় শুধু ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নীতির ওপর নয়, বরং যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থার স্বাধীনতাকেও সামনে এনে দিয়েছে। যদি সুপ্রিম কোর্টও এই রায় বহাল রাখে, তাহলে ট্রাম্প প্রশাসনকে বিলিয়ন ডলারের ট্যারিফ রিফান্ড করতে হতে পারে, যা মার্কিন অর্থনীতিতে বড় ধাক্কা হতে পারে।