‘আমাকে হত্যা করলে পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে’, ইরানকে হুমকি ট্রাম্পের

ইরান-আমেরিকার সম্পর্কের টানাপড়েনের মাঝে ফের বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, তাঁকে হত্যা করার ষড়যন্ত্র হলে ইরান নামক দেশকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে আমেরিকা। ট্রাম্পের ভাষায়, “আমার কড়া নির্দেশ দেওয়া রয়েছে। যদি কিছু ঘটে, তাহলে ওরা পৃথিবী থেকে ওদের মুছে দেবে।”

সম্প্রতি ইরান থেকে আসা একাধিক হুমকি বার্তার পরেই ট্রাম্পের এই মন্তব্য বলে মনে করা হচ্ছে। তাঁর বক্তব্যে স্পষ্ট, আমেরিকা কোনওভাবেই ইরানের বিরুদ্ধে সম্ভাব্য ষড়যন্ত্রকে হালকাভাবে নিচ্ছে না।

প্রসঙ্গত, ইরান-আমেরিকা সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। পারমাণবিক কর্মসূচি, মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার এবং সামরিক সংঘাতের নানা ইস্যুতে দুই দেশের মধ্যে বারবার সংঘাত দেখা দিয়েছে। ট্রাম্পের এই মন্তব্যে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

কূটনৈতিক মহল মনে করছে, এই ধরনের হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তবে হোয়াইট হাউস সূত্রে দাবি, প্রেসিডেন্টের বক্তব্য মূলত ইরানকে সতর্ক করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে।

About The Author