- ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক প্রত্যাহারের কোনও পরিকল্পনা নেই। ট্রাম্পের দাবি, ভারত বহু বছর ধরে আমেরিকার সঙ্গে ‘একতরফা ব্যবসা’ করে এসেছে। #DonaldTrump
ওয়াশিংটন: তিয়ানজিনে SCO সম্মেলনের পরপরই ফের ভারতকে নিশানা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সমাজমাধ্যমে বিস্ফোরক মন্তব্য করে তিনি বলেন, “ভারত তার বেশির ভাগ তেল এবং সামরিক পণ্য রাশিয়া থেকে কেনে। আমেরিকা থেকে খুব কম। তারা এখন শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে, কিন্তু দেরি হয়ে গিয়েছে।”
ট্রাম্পের দাবি, ভারত বহু বছর ধরে আমেরিকার সঙ্গে ‘একতরফা ব্যবসা’ করে এসেছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক প্রত্যাহারের কোনও পরিকল্পনা নেই।
এই মন্তব্যের পর আন্তর্জাতিক মহলে আলোড়ন। বিশেষজ্ঞদের মতে, মোদী-পুতিন-শি জিনপিংয়ের পার্শ্ববৈঠকের পরই ট্রাম্পের এই বার্তা কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।