ট্রাম্প জানিয়েছেন, তিনি পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে জেলেনস্কিকেও যুক্ত করে তিনপাক্ষিক বৈঠকের পরিকল্পনা চলছে। পারমাণবিক উত্তেজনার মধ্যেই এই কূটনৈতিক অগ্রগতি।
ওয়াশিংটন: খুব শীঘ্রই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে পারেন ট্রাম্প।
নিউ ইয়র্ক টাইমস ও CNN সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহেই এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে, যার পরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে যুক্ত করে একটি তিনপাক্ষিক বৈঠকের পরিকল্পনা রয়েছে।
এই সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা হয়েছে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে এক ফোনালাপে, যেখানে উপস্থিত ছিলেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে এবং ব্রিটেন, জার্মানি ও ফিনল্যান্ডের নেতারাও।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, “খুব শীঘ্রই একটি বৈঠক হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে।” যদিও তিনি পুতিনের সঙ্গে বৈঠক কোথায় হবে, সে বিষয়ে কিছু জানাননি।
এর আগে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কোতে রুশ নেতৃত্বের সঙ্গে তিন ঘণ্টার বৈঠক করেন, যা ক্রেমলিন “গঠনমূলক” বলে উল্লেখ করেছে।
ট্রাম্প Truth Social-এ লেখেন, “Great progress was made!” এবং জানান, ইউরোপীয় মিত্রদের তিনি বিষয়টি অবহিত করেছেন। তিনি বলেন, “সবাই একমত যে এই যুদ্ধের অবসান হওয়া প্রয়োজন, এবং আমরা সেই লক্ষ্যে কাজ করব আগামী দিনগুলোতে।”
তবে এর কিছুক্ষণ পরেই একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা জানান, রাশিয়ার বিরুদ্ধে “secondary sanctions” দুই দিনের মধ্যে কার্যকর হতে পারে।
ট্রাম্প আগেই ঘোষণা করেছিলেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তিনি যুদ্ধ বন্ধ করতে পারবেন। এখন তিনি রাশিয়াকে শুক্রবার পর্যন্ত সময় দিয়েছেন শান্তির পথে অগ্রগতি না হলে নতুন নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন।
পারমাণবিক উত্তেজনার মধ্যেই এই কূটনৈতিক অগ্রগতি ঘটছে দুই শক্তিধর দেশের মধ্যে।