‘ভারত-রাশিয়াকে চিনের আঁধারে হারিয়ে ফেললাম’, আক্ষেপ ট্রাম্পের

“ভারত আর রাশিয়াকে চিনের অন্ধকারে হারিয়ে ফেলেছি”— ট্রাম্পের মন্তব্যে কূটনৈতিক আলোড়ন! এসসিও সম্মেলনে মোদী-পুতিন-জিনপিঙের ঘনিষ্ঠতা নিয়ে ফের উদ্বেগ প্রকাশ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের।

চিনের তিয়ানজিনে সম্প্রতি অনুষ্ঠিত এসসিও সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিঙের একত্রিত হওয়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Truth Social-এ পোস্ট করে তিনি লিখেছেন, “মনে হচ্ছে, আমরা ভারত আর রাশিয়াকে গভীরতম, অন্ধকারতম চিনে হারিয়ে ফেলেছি। ওদের ভবিষ্যৎ দীর্ঘ ও সমৃদ্ধ হোক, এই কামনা করি।”

এই মন্তব্যকে ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। দীর্ঘদিন ধরে ভারতকে চিনের প্রভাব মোকাবিলায় কৌশলগত অংশীদার হিসেবে দেখেছে ওয়াশিংটন। কিন্তু সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি ও রাশিয়ার সঙ্গে ভারতের জ্বালানি বাণিজ্য নিয়ে সমালোচনার ফলে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।

এসসিও সম্মেলনে মোদীর উপস্থিতি, বিশেষ করে শি ও পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, ভারতের কৌশলগত স্বাতন্ত্র্যকে তুলে ধরেছে। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর এই প্রথম মোদী চিন সফরে গেলেন। অন্যদিকে, ট্রাম্প ভারতের রাশিয়া থেকে তেল কেনাকে ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক সহায়তা বলে দাবি করেছেন। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রক স্পষ্ট করেছে, জাতীয় স্বার্থ ও আন্তর্জাতিক বাজারের বাস্তবতা বিবেচনা করেই তারা সিদ্ধান্ত নেয়।

About The Author