শুল্কে মাথা ঘুরে যাবে! মোদিকে হুমকি দিয়ে থামিয়েছিলাম ভারত-পাক যুদ্ধ, দাবি ট্রাম্পের

ওয়াশিংটন থেকে ফের বিতর্কিত দাবি তুললেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য, ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার সময় তিনি নিজে হস্তক্ষেপ করে যুদ্ধ থামিয়েছেন। ট্রাম্পের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি সরাসরি হুমকি দিয়েছিলেন—যদি যুদ্ধ না থামে, তাহলে আমেরিকা ভারতের উপর এমন শুল্ক চাপাবে, “যাতে মাথা ঘুরে যাবে।”

ট্রাম্প বলেন, “আমি মোদিকে বললাম, তোমরা পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছো। আমি কোনও বাণিজ্য চুক্তি করব না, বরং এমন শুল্ক চাপাবো, মাথা ঘুরে যাবে।” তাঁর দাবি, এই কথোপকথনের পাঁচ ঘণ্টার মধ্যেই ভারত-পাকিস্তান যুদ্ধ থেমে যায়।

ভারতের তরফে অবশ্য এই দাবি পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে দুই দেশের সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (DGMO)-এর সরাসরি আলোচনার মাধ্যমে। কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছিল না।

ট্রাম্প আরও বলেন, তিনি সারা বিশ্বে সাতটি যুদ্ধ থামিয়েছেন, যার মধ্যে চারটিতে তিনি শুল্ক ও বাণিজ্য চাপ ব্যবহার করেছেন। তাঁর মতে, “যুদ্ধ করতে চাইলে করো, কিন্তু আমেরিকার সঙ্গে ১০০% শুল্কে বাণিজ্য করতে হবে”—এই হুমকিতেই সবাই নাকি যুদ্ধ থেকে সরে এসেছে।

ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ‘অপারেশন সিন্দুর’-এর সময় কোনও বিদেশি নেতার অনুরোধে ভারত তার সামরিক পদক্ষেপ থামায়নি। প্রধানমন্ত্রী মোদি সংসদে বলেছেন, “ভারত নিজের সিদ্ধান্তে চলে, অন্যের কথায় নয়।”

About The Author